ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মিরপুর ১ নম্বরে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
মিরপুর ১ নম্বরে যান চলাচল স্বাভাবিক

ঢাকা: সরকারি বাংলা কলেজের এক ছাত্রলীগ নেতাকে মারধর করাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করেছিলেন সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীরা। অন্তত ১০ মিনিট অবস্থানের পর তারা রাস্তা ছেড়ে দিয়েছেন।

পুলিশ এ তথ্য জানিয়ে নিশ্চিত করেছে, বর্তমানে এলাকাটির রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।

সোমবার (১৯ জুন) রাত সোয়া ৯টার দিকে মিরপুর এক নম্বরের আবুল কাশেম সড়ক অবরোধ করে বাংলা কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা।

শাহ-আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, এক নেতাকে মারধর করাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় ৫-১০ মিনিট রাস্তা অবরোধ ছিল। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন সেখানে যান চলাচল স্বাভাবিক।

কে বা কারা ওই নেতাকে মারধর করেছে বা ওই নেতার পরিচয় দেয়নি পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ