ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগের কাছে গণতন্ত্রের অর্থ হচ্ছে অধিকার কেড়ে নেওয়া: সালাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
আ.লীগের কাছে গণতন্ত্রের অর্থ হচ্ছে অধিকার কেড়ে নেওয়া: সালাম

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী বলছেন, ‘জনগণ না কি ভোটের অধিকার ফিরে পেয়েছেন’। আসলে আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের অর্থ হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেওয়া, ভোটের অধিকারের অর্থ হচ্ছে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।

শনিবার (২৪ জুন) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সালাম বলেন, আওয়ামী লীগ পুরো দেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। এরা বিরোধী মত কখনই সহ্য করতে পারে না। ৭২ থেকে ৭৫ সালেও সরকারের বিরুদ্ধে কথা বললে রেহাই ছিল না। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের আমলেও অন্যায়ের প্রতিবাদ করলে, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বললে হামলা-মামলা এমনকি লাশ হতে হয়।

তিনি বলেন, এ আওয়ামী লীগ দেশকে একশ বছর পিছিয়ে দিয়েছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। মেঘা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি হয়েছে। বিভিন্ন দেশ থেকে প্রত্যাখ্যাত হয়ে লুটের টাকা এক দেশ থেকে অন্য দেশে নেওয়া হচ্ছে। অবাধ-দুর্নীতি ও একনায়কতন্ত্রের কারণে এ সরকার বাংলাদেশকে বিশ্বের কাছে স্বৈরাচারী রাষ্ট্র ও দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত করিয়েছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক সাইদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সদস্য সচিব শরীফ হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল নেসারুল হক, সদস্য সচিব নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যান, জাসাস নেতা ডা. আরিফুর ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।