ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকারি চাকরিজীবীদের সুবিধা দেওয়ার কারণ জনগণ জানে: প্রিন্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
সরকারি চাকরিজীবীদের সুবিধা দেওয়ার কারণ জনগণ জানে: প্রিন্স

ময়মনসিংহ: দেশের জনগণের কথা চিন্তা না করে নির্বাচনের আগে মাত্র আট শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকার কেন সুবিধা দিচ্ছেন, জনগণ তা জানে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সোমবার (২৬ জুন) বিকেলে ময়মনসিংহের তারাকান্দার মোকামিয়া কান্দায় ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের মন্ত্রী নিজেই বলেছেন- মানুষ বাজারে গেলে চোখের পানি ধরে রাখতে পারে না। অথচ সরকার দেশের ৯২ শতাংশ জনগণের চিন্তা না করে নির্বাচনের আগে মাত্র আট শতাংশ সরকারী কর্মকর্তা কর্মচারীদের কেন সুবিধা দিচ্ছেন, জনগণ তা জানে। আওয়ামী লীগ জানে, নিরপেক্ষ নির্বাচনে সাধারণ জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। আর এ জন্যই জনগণের দুঃখ দুর্দশায় তাদের ভ্রুক্ষেপ নাই। কিন্তু এবার আর প্রশাসনকে অপব্যবহার করে ১৪ ও ১৮ সাল মার্কা নির্বাচন হবে না।

তিনি বলেন, অন্য দলের কথা চিন্তা না করে আওয়ামী লীগের উচিত নিজেদের জনসমর্থন নিয়ে গবেষণা করা। কারণ, তাদের জনসমর্থন এতই নিম্নগামী যে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে শোচনীয় পরাজয় নিশ্চিত। এজন্য তারা আবারও দলীয় সরকারের অধীনে জনগণ ও রাজনৈতিক দলকে বাদ রেখেই প্রহসনের নির্বাচন করতে চায়। কিন্তু এবার আর তাদের সেই খায়েশ পূর্ণ হবে না।

এ সময় সব পর্যায়ের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সব শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকারের সব ষড়যন্ত্র ও কূটকৌশল প্রতিরোধ করতে হবে। রাজপথে চূড়ান্ত আন্দোলন অচিরেই আসছে।

এর আগে সংগঠনের আহ্বায়ক আহমদ সাকিবের সভাপতিত্বে এই সম্মেলন উদ্বোধন করেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, এমএ হান্নান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা আহমেদ তাইয়েবুর রহমান হিরন, হাফেজ আজিজুল হক, আব্দুস সাত্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।