সিলেট: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে আদালত পাড়ায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণখুনি শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের উস্কানি দিয়ে দেশে একটি সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ ঘৃণ্য চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, সারা দেশের মানুষ দেখেছে, একজন ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর চট্টগ্রামে একজন আইনজীবীকে কী নির্মমভাবে হত্যা করা হয়েছে! মসজিদে হামলা হয়েছে। এ সবকিছুর পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এ দেশের সর্বস্তরের মানুষ যেকোনো মূল্যে সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এ দেশ আমাদের সবার। আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি। তাই যেকোনো ষড়যন্ত্র ও উস্কানির ফাঁদে পা দিয়ে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট না করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- জিপি শামীম আহমদ সিদ্দিকী, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি শাহ আশরাফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) অ্যাডভোকেট সাঈদ আহমদ।
আরও বক্তব্য দেন, সাইবার ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ এজাজ উদ্দিন, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডিশনাল পিপি আল বসলাম মুমিন, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ওবায়দুর রাহমান ফাহমী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘন্টা, নভেম্বর ২৭, ২০২৪
এনইউ/আরএইচ