ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মির্জা ফখরুল দিবা স্বপ্ন দেখছেন: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
মির্জা ফখরুল দিবা স্বপ্ন দেখছেন: হানিফ

কুষ্টিয়া: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবা স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, তা না হলে তিনি কীভাবে বলেন জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই? সম্পর্ক আছে বলেই এখনও এ সরকার টিকে আছে।

এদেশের সিংহভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। বিএনপির দুই শীর্ষ নেতাই দণ্ডপ্রাপ্ত। তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে কুষ্টিয়ার সাংবাদিকদের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী কুষ্টিয়ার সংবাদ দাতাদের ঈদ উপহার দেন।

অনুষ্ঠানে হানিফ বলেন, বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর। এটা নিয়ে জনগণ কিংবা সরকার কেউই মাথা ঘামাচ্ছে না।

বিএনপির লবিস্ট নিয়োগ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অতীতেও দলটি লবিস্ট নিয়োগ করেছিল। এটি করে দেশ ধ্বংসের চক্রান্ত করা বিএনপির কাছে নতুন কিছু নয়।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে শহরে হানিফের নিজ বাসভবনের সামনে মোট ৮০ জন সাংবাদিকদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিও ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।