ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই: চিফ হুইপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই: চিফ হুইপ

মাদারীপুর: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিকল্প এই বাংলাদেশে নাই। জনগণের ভালোবাসায় তিনি আবারও ক্ষমতায় আসবেন।

 

শনিবার (১ জুলাই) দুপুরে মাদারীপুর জেলার শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় বর্ধিত পৌরসভার দুই নম্বর পৌর ভবনের উদ্বোধন, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চৌধুরী নূর উদ্দিন আহমেদ ক্লাবের উদ্বোধন শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূর-ই-আলম বলেন, যখন দেশে কোনো জাতীয় নির্বাচন আসে, তখনই ষড়যন্ত্র শুরু হয়। বিভিন্ন দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা (বিএনপি) ক্ষমতা দখল করার চেষ্টা করে।  কিন্তু আমাদের বিশ্বাস, জনগণ যত বারই ভোট দিয়েছে,নৌকাকেই ভোট দিয়েছে।

চিফ হুইপ আরও বলেন, শেখ হাসিনার বিকল্প এই বাংলাদেশে নাই। যে যত ষড়যন্ত্রই করুক, জনগণের আস্থা, জনগণের ভালোবাসায় শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।


এ সময় চিফ হুইপের হাতে বর্ধিত পৌর ভবনের প্রতীকী চাবি তুলে দেন পৌর মেয়র ও কাউন্সিলররা। এর আগে চিফ হুইপ পৌর বাজারে অত্যাধুনিক লিটন চৌধুরী সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর করেন।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগ মাদারীপুরের উপ-পরিচালক নজরুল ইসলাম, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।