ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আ. লীগের আন্তর্জাতিক উপ-কমিটির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আ. লীগের আন্তর্জাতিক উপ-কমিটির বৈঠক

ঢাকা: বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্যরা বৈঠক করেছেন।  

সোমবার (১০ জুলাই) বিকেলে গুলশান ২ নম্বরে ইইউ অ্যাম্বাসেডরের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

আওয়ামী লীগের ৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর মো. জমির এবং উপ-কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে শাম্মী আহমেদ বাংলানিউজকে বলেন, আসলে এটি ছিল একটি অনানুষ্ঠানিক বিষয়,  পরিচিতিমূলক সাক্ষাতের মতো। আগামী ১৫ জুলাই আওয়ামী লীগের সঙ্গে তাদের বৈঠক হবে।  

তিনি বলেন, ওই বৈঠকে নেতৃত্ব দেবেন আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে যেহেতু আমাদের সঙ্গে দেখা হয়েছে, সেখানে কিছু কথা তো হলো। আমরা বলেছি তারা (ইইউ) চাইলে পর্যবেক্ষক পাঠাতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসকে/আরএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।