ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকায় পদযাত্রার রাস্তা বদলালো বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
ঢাকায় পদযাত্রার রাস্তা বদলালো বিএনপি

ঢাকা: সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ‘এক দফা’ দাবিতে দুদিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

পদযাত্রার রাস্তা ছিল গাবতলী থেকে যাত্রাবাড়ী ১৮ জুলাই ও আবদুল্লাহপুর থেকে বাহাদুর শাহ পার্ক ১৯ জুলাই।

এখন রাস্তা পরিবর্তন করে গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক ও আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী করা হয়েছে।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জুলাই ঢাকা মহানগর উত্তর বিএনপি গাবতলী থেকে যে পদযাত্রা শুরু করবে সেটি মগবাজারে পর্যন্ত এলে যুক্ত হবে দক্ষিণ বিএনপি। তারা বাহাদুর শাহ পার্ক পর্যন্ত যাবে। গাবতলী হয়ে পদযাত্রাটি শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড় বা বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।