ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৯৯ শতাংশ ব্যবসায়ী সরকারকে ক্ষমতায় চায় না: খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
৯৯ শতাংশ ব্যবসায়ী সরকারকে ক্ষমতায় চায় না: খসরু

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের শতাংশ ব্যবসায়ী এই সরকারকে ক্ষমতায় চায় না। এটা বুঝতে পেরেই, তাদের পক্ষে রাখতেই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ব্যবসায়ী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে পাঁচ ঘণ্টা কাটান।

মঙ্গলবার (১৮ জুলাই) পথযাত্রা পূর্ব সমাবেশে এ কথা বলেন আমির খসরু।

তিনি বলেন, বিএনপির মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে দেওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া জনগণের সরকার গঠন করা। আর সে কারণে এ আন্দোলন।

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের একটি সংগঠনের অনুষ্ঠানে পাঁচ ঘণ্টা থেকেছেন এখানেই প্রমাণিত হয় সরকার ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল হয়ে গেছে।  

রাজধানীর গাবতলী থেকে কর্মসূচি শুরু করে বিকেল ৪টা পর্যন্ত রায়সাহেব বাজার মোড় পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। অন্যদিকে সমমনা ৩৬টি দল ঢাকার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবে।  

১২ জুলাই ঢাকার নয়াপল্টনে সমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওইদিনই দুদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
টিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।