ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির পদযাত্রা: মগবাজারে প্রস্তুত ট্রাকের মঞ্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
বিএনপির পদযাত্রা: মগবাজারে প্রস্তুত ট্রাকের মঞ্চ

ঢাকা: সরকার পতনের আন্দোলন বাস্তবায়নে শুরু হয়েছে বিএনপির পদযাত্রা কর্মসূচি। মগবাজার মোড়ে পৌঁছালে এই পদযাত্রায় যোগ দেবেন দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।

সেখানে বক্তব্য রাখবেন দলীয় নেতারা।

এদিকে মগবাজারে বিএনপি নেতাদের জন্য ট্রাকে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। সরেজমিনে দেখা যায়, মগবাজার মোড়ে রাস্তার পাশে এই অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে দেখা যায়, অস্থায়ী মঞ্চের পাশে বিএনপির কয়েকজন নেতাকর্মী অবস্থান নিয়েছেন।

মাইকের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, দলীয় নেতাদের বক্তৃতা দেওয়ার জন্য ট্রাকের ওপর মঞ্চ তৈরি করা হয়েছে। পদযাত্রা যখন মগবাজারে পৌঁছাবে, তখন মাইক লাগানো ট্রাকটি মগবাজার চৌরাস্তার মাঝে অবস্থান নেবে। সেখানে দক্ষিণ বিএনপির নেতারা বক্তব্য দেবেন।

এর আগে, বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর গাবতলী থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মিরপুর-১ নম্বরের সরকারি বাংলা কলেজ অতিক্রম করার সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে কলেজের ভেতরে ঢুকে ঢিল ছোড়াছুড়ি করতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ