ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শাহবাগ থেকে ধানমন্ডি, ৪ কি.মি দীর্ঘ আ.লীগের শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
শাহবাগ থেকে ধানমন্ডি, ৪ কি.মি দীর্ঘ আ.লীগের শোভাযাত্রা ছবি: বাংলানিউজ

ঢাকা: সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের ডাকা শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছে গেলেও শেষ মাথা এখনও শাহবাগে রয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) পৌনে ৫টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের দিকে যাত্রা শুরু করে।

ধানমণ্ডি ৩২ নম্বর থেকে শাহবাগ পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, মহিলা লীগ, কৃষকলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ দলের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন সহকারে অংশ নেয়।

এর বাইরে ঢাকা মহানগরীর বিভিন্ন আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে পদপ্রার্থীরা শান্তি শোভাযাত্রায় নিজেদের অবস্থান দেখিয়েছে।

এর আগে বিকেল তিনটার দিকে শোভাযাত্রার আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই ওঠে না।

সমাবেশের পরেই শোভাযাত্রা শুরু হয়। এর গন্তব্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত। ফলে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, ধানমণ্ডি জিগাতলা রোড, ফার্মগেট রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ১৮ জুলাই, ২০২৩
এনবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।