ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটের শান্তি সমাবেশে হাবিব-জাকির ‘বাগবিতণ্ডা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
সিলেটের শান্তি সমাবেশে হাবিব-জাকির ‘বাগবিতণ্ডা’

সিলেট: কী ঘটেছিল সিলেট আওয়ামী লীগের শান্তি সমাবেশে? যে কারণে মুখোমুখি হতে হলো ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও মহানগরের দায়িত্বশীল নেতাকে। তাদের আচরণে সিলেটে তোলপাড় চলছে।

জানা গেছে, শান্তি সমাবেশে ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) নগরের রেজিস্ট্রারি মাঠে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় এ ঘটনাটি ঘটে।

তবে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বাংলানিউজের কাছে ঘটনাটি অস্বীকার করেছেন।

তিনি বলেন, ওখানে কোনো ঘটনাই ঘটেনি। শান্তি সমাবেশ আমরা শান্তিপূর্ণভাবে শেষ করেছি। এটাই বড় নিউজ।  

আর সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নেতাকর্মীরা ব্যানারে দাঁড়ানোর জন্য ধাক্কাধাক্কি করছিলেন। আমরা দুজনেই তাদেরকে শাসিয়েছি। তিনি অস্বীকার করে বলেন, আমাদের মধ্যে কোনো ঘটনা ঘটেনি।  

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শোভাযাত্রা শুরুর আগে রেজিস্ট্রারি মাঠে সংক্ষিপ্ত আলোচনা চলছিল। সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বক্তব্য রাখছিলেন। সে সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা ব্যানারের সামনে দাঁড়িয়ে ছিলেন।

হঠাৎ সমাবেশে উপস্থিত হন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। তিনি সমাবেশের ব্যানারে সামনে দাঁড়াতে গেলে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাৎক্ষণিক সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ উপস্থিত অন্যান্য নেতারা তাদের নিভৃত করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে শোভাযাত্রাটি রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।