ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যেকোনো ষড়যন্ত্র রুখতে রাজপথে আছি: যুবলীগ কর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
যেকোনো ষড়যন্ত্র রুখতে রাজপথে আছি: যুবলীগ কর্মী

ঢাকা: আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ ও র‌্যালি কেন্দ্র করে জড়ো হতে শুরু করেছেন নেতা-কর্মীরা।  

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে এই সমাবেশ শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশ শুরু হতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিতে-দিতে সমাবেশ স্থলে হাজির হচ্ছেন।

সমাবেশে আসা ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের কর্মী নাহিয়ান বাংলানিউজকে বলেন, বিএনপি জামাআতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই সমাবেশ। আমরা বলতে চাই রাজপথে বিএনপিকে শক্ত হাতে মোকাবিলা করা হবে।

সমাবেশে নাখালপাড়া এলাকা থেকে আসা যুবলীগ কর্মী শেখ সাদী বাংলানিউজকে বলেন, আজ বিএনপি জামায়াত জোটকে জানিয়ে দিতে চাই দেশ বিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখতে আমরা রাজপথে আছি।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।  

সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এমকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ