ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
খুলনায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা

খুলনা: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ যুবলীগের উদ্যোগে খুলনায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শুভেচ্ছা বক্তব‌্য দেন যুবলীগের খুলনা জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা সিটি মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস‌্য শেখ সোহেল উদ্দিন। সমাবেশ সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান লিখন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।