ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১০ দফা দাবিতে শুক্রবার জনসভা করতে চায় জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
১০ দফা দাবিতে শুক্রবার জনসভা করতে চায় জামায়াত

সিলেট: গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবী নিয়ে মাঠে নামছে নির্বাচন কমিশন কর্তৃক নিষিদ্ধ রাজনৈতিক দল জামায়াত।

শুক্রবার (২১ জুলাই) সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জনসভা সফল করতে সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

জামায়াত চাইলেও জনসভার কোনো অনুমতি দেয়নি সিলেট পুলিশ। মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, অনুমতি ব্যতিরেকে জনসভা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জনসভা সফলের লক্ষ্যে বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে বাস্তবায়ন কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে মহানগর জামায়াত। দলের প্রচার শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ সভা সমাবেশ যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তাই শুক্রবার রেজিস্ট্রারি মাঠের জনসভা সফলে পুলিশ সার্বিক সহযোগিতা করবে বলে আমাদের প্রত্যাশা। অন্যথায় সিলেটবাসীর সামনে আবারও ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী শাসনের নগ্নরূপ উন্মোচিত হবে।

জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে উল্লেখ করে তিনি আরও বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা আজ স্থবির হয়ে পড়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দকে আটকে রাখা হয়েছে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির উত্তরণে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। আমীরে জামায়াত, আলেম-উলামাসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল। সভায় মহানগর জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশে আইনের শাসন বলে কিছু নেই। সর্বত্র মানবাধিকার লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে। সম্পূর্ণ অন্যায়ভাবে উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন লাভের পরও মিথ্যা মামলায় জামায়াত নেতৃবৃন্দকে আটকে রাখা হচ্ছে। যা আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করতে হবে। ঢাকাসহ দেশের সকল মহানগর ও জেলায় জামায়াতের সকল কার্যালয় খুলে দিতে হবে।

ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তি, আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তির দাবীতে শুক্রবার ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জনসভা সর্বাত্মকভাবে সফল করতে জামায়াতের সকল জনশাক্তিকে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে বলেও তারা উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ