ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সমাবেশের নামে বিএনপি হত্যা মিশনে নেমেছে: নিখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
সমাবেশের নামে বিএনপি হত্যা মিশনে নেমেছে: নিখিল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: তারুণ্যের সমাবেশের নামে বিএনপি সারা বাংলাদেশকে জিম্মি করতে চায়। তারা বিভিন্ন জায়গায় সমাবেশ শেষে যুবলীগের কর্মীদের হত্যা করেছে বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল।

শনিবার (২২ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

নিখিল বলেন, তারুণ্যের সমাবেশের নামে তারা (বিএনপি) সারা বাংলাদেশকে জিম্মি করতে চায়। বিএনপি সন্ত্রাসীদের নেতৃত্বে তারুণ্যের সমাবেশ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের যুব ও ছাত্র সমাজকে অবৈধ অস্ত্র, অবৈধ অর্থ ধরিয়ে দেওয়া দল হলো বিএনপি। জিয়াউর রহমান প্রথম ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন।

নিখিল আরও বলেন, বিএনপি-জামায়াত মাঠে নেমেছে বিদেশি প্রভুদের আর্শীবাদ নিয়ে। তারা বলতে চায়, তাদের কথা বলার অধিকার নাই, মানবাধিকার নাই। বিদেশি প্রভুদের দ্বারস্থ হয়ে তারা এসব কথাই বলে।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, ১/১১ সৃষ্টি হয়েছিল বিএনপির কারণে। আজ আবার সে ধরনের একটা পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে।  

আওয়ামী লীগের একাধিক নেতাকে হত্যার উদাহরণ তুলে তিনি বলেন, বিদেশি প্রভুরা কি ২০০১ থেকে ২০০৬ সালের ঘটনা দেখে না? কোনো বিদেশি প্রভুদের কথায় কাজ হবে না, যথা সময়ে নির্বাচন হবে।

২৪ জুলাই যুবলীগের পক্ষ থেকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচির ঘোষণা দেন মাইনুল হোসেন নিখিল।

শান্তি সমাবেশে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, আজকে তারা আবারও বাংলাদেশকে পাকিস্তান করতে চায়, তারা বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করতে চায়। মুজিব আদর্শের সকল সৈনিককে আবারো মুক্তিযুদ্ধে নামতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। এবার আমরা ওইসব রাজাকারদের বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করব।

সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।