ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ: শহীদ উল্লা খন্দকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ: শহীদ উল্লা খন্দকার বক্তব্য রাখছেন সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। তার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের আমলে দেশের সব ধর্মের মানুষ নিরাপদে আছে।

নিরাপদে তাদের স্ব-স্ব ধর্ম পালন করছে। কিন্তু বিগত দিনে যাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখেছি তাদের আমলে সব ধর্মের মানুষদের মাঝে এই সম্প্রীতি দেখতে পায়নি। তাদের আমলে দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হয়েছে। ঘরবাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এখন সব ধর্মের মানুষ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।

শনিবার (২২ জুলাই) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙ্গারহাটে দুর্গা মন্দিরে রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। এ পদ্মা সেতু নির্মাণ করায় বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান বেড়েছে। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।

এ অনুষ্ঠানে আগত ভক্তদের উদ্দেশে শহীদ উল্লা খন্দকার বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। আমি তার শুভেচ্ছা আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারা আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে একটানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেবেন।

দুর্গা মন্দির কমিটির সভাপতি সর্বানন্দ বৈদ্যের সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, দেবদুলাল বসু পল্টু, ইউপি চেয়ারম্যান চমর চাঁদ মৃধা খোকন, ভীম চন্দ্র বাগচী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।