ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান করে হাজারো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

রোববার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনিবন্ধিত দলটির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় দলটির নেতাকর্মীরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নানা স্লোগান দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগও দাবি করেন। বিক্ষোভকারীদের হাতে শেখ হাসিনার পদত্যাগ সম্বলিত ফেস্টুন প্ল্যাকার্ড ছিল।

মিছিলটি কাঁচপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে কাঁচপুর ব্রিজের পাশে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর কারা কারা ছিলেন সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। যে কারণে দলটির কোনো নেতারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই মিছিলের পূর্বানুমতি ছিল না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।