ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির নৈরাজ্য নিয়ে সাংবাদিকদেরও সোচ্চার হতে হবে: ড. সেলিম মাহমুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
বিএনপির নৈরাজ্য নিয়ে সাংবাদিকদেরও সোচ্চার হতে হবে: ড. সেলিম মাহমুদ কথা বলছেন ড. সেলিম মাহমুদ।

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, এতদিন দেশের রাজনীতির মাঠ ছেড়ে দিয়ে বিদেশিদের ওপর নির্ভর করে বিদেশি শক্তির মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাতের পরিকল্পনায় ব্যর্থ হয়ে বিএনপি আবার মাঠে নেমে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। অসংবিধানিক শাসকের পকেটে অবৈধভাবে জন্ম নেওয়া ‘কিংস পার্টি’ বিএনপি জন্ম ও ঐতিহ্যগতভাবে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার হরণকারী একটি মাফিয়া সংগঠন।

মানুষের জীবন ও জীবিকার কোন মূল্য তাদের কাছে নেই। এরা রাষ্ট্র ও সমাজবিরোধী একটি গোষ্ঠী। জাতির বিবেক ও সমাজের দর্পণ হিসেবে সাংবাদিক সমাজকে এই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।  

চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্যের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

কচুয়ার পালখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাবেক সভাপতি মানিক ভৌমিক, সহ সভাপতি মহিদুল ইসলাম বাবুল, সহ সভাপতি মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, তথ্য ও গবেষণা সম্পাদক রাজিব শীল প্রমুখ। ‌

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।