ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামপুরা-কমলাপুর থেকে গণমিছিল শুরু করেছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
রামপুরা-কমলাপুর থেকে গণমিছিল শুরু করেছে বিএনপি

ঢাকা: সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি নিয়ে গণমিছিল শুরু করেছে বিএনপি।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রামপুরা বেটার লাইফ লাইফ হাসপাতালের সামনে থেকে ও দক্ষিণের উদ্যোগে কমলাপুর থেকে গণমিছিল শুরু করেছেন নেতাকর্মীরা।

জানা গেছে, দুটি স্থান থেকে গণমিছিলে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে নেতাকর্মীরা চলে আসেন। মিছিলে সরকারের পদত্যাগ ও বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করছেন তারা।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি মালিবাগ-মৌচাক-কাকরাইল হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে থামবে। দক্ষিণের মিছিলটি কমলাপুর থেকে শুরু হয়ে আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে যাবে।

দুটি মিছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

সরকার পতনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্টে গণমিছিল করছে। বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে ১২ দলীয় জোট, পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, নটরডেম কলেজের বিপরীত পাশ থেকে গণফোরাম ও পিপলস পার্টি, পুরানা পল্টন থেকে গণঅধিকার পরিষদ (নুর) মিছিল বের করবে।

এর আগে সকাল ১০টার দিকে সেগুনবাগিচা স্কুলের সামনে থেকে গণতান্ত্রিক বাম ঐক্য, সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লেবার পার্টি, দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টন থেকে এনডিএম গণমিছিল করেছে। এছাড়া বেলা ৩টায় এফডিসি সংলগ্ন অফিসের সামনে থেকে গণমিছিল বের করেছে এলডিপি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।