ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বায়তুল মোকারমের দক্ষিণ গেটে আ. লীগের শান্তি সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
বায়তুল মোকারমের দক্ষিণ গেটে আ. লীগের শান্তি সমাবেশ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর বায়তুল মোকারমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে ৷ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে এ শান্তি সমাবেশ আয়োজন করেছে ৷

সরকার বিরোধী আন্দোলন রাজনৈতিকভাব প্রতিহত করতে জমায়েত কর্মসূচি দিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীনরা। এরই অংশ শনিবার (২৩ সেপ্টেম্বর) এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা অংশ নিয়েছেন।

ইতোমধ্যে সমাবেশস্থলে ব্যাপক জনসমাগম ঘটেছে এবং বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল আসছে।

এ সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। তারা বক্তব্য দেবেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।