ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা ওয়ার্কার্স পার্টির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা ওয়ার্কার্স পার্টির

রাজশাহী: 'রুখো আমেরিকা, রুখো বিএনপি- জামায়াত' এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।  

রোববার (৮ অক্টোবর) বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে থেকে প্রথমে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন-পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু কেন্দ্রীয় সদস্য জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা ও কেন্দ্রীয় সদস্য মহানগর সম্পাদক মন্ডলী সদস্য সাদরুল ইসলাম।

বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, সিরাজুর রহমান খান যুব মৈত্রী মহানগর সভাপতি মতিউর রহমান মতি মহানগর সদস্য সীতানাথ বণিক ও মহানগর সদস্য আলমগীর হোসেন আলম।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াত তাদের বিদেশি প্রভু আমেরিকার ওপর ভর করে ক্ষমতায় আসতে চায়। তবে রাজশাহীর মানুষ বিএনপি জামায়াতের রাজনীতি বিশ্বাস করে না। কারণ তারা ২০০১ সালে এ অঞ্চলে বাংলা ভাইয়ের উত্থান দেখেছে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে হত্যা করতে দেখেছে। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই রাজশাহীতে বিএনপি জামায়াতের দেশবিরোধী সব ষড়যন্ত্র স্থানীয় ওয়ার্কার্স পার্টিই মোকাবিলা করবে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- যুব মৈত্রী মহানগর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ ছাত্র মৈত্রী মহানগরের সভাপতি ওহিদুর রহমান ওহি, সাধারণ সম্পাদক বিজয় সরকার নারী মুক্তির সংসদের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, মহানগর কমিটির সদস্য মাসুম আক্তার অনিক ও আব্দুল খালেক বকুল।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।