ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নবীনগরে নির্বাচনী গণসংযোগে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
নবীনগরে নির্বাচনী গণসংযোগে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য বীর আবু আব্বাস ভুঁইয়া তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় গণসংযোগ করেছেন।  

শনিবার (২১ অক্টোবর) দুপুরে তিনি নবীনগর উপজেলার দক্ষিণাঞ্চলের তিনটি ইউনিয়নের একাধিক স্থানে নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতা দুপুর ১২টার দিকে জিনোদপুর ইউনিয়নের বটতলা মোড়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন।  

এরপর তিনি লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন। পথসভা শেষে আহাম্মদপুর গ্রামে গণসংযোগ করেন। সরকারের উন্নয়ন বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি গ্রামের সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন। এসময় তার অনুসারী নেতাকর্মীরা মিছিল ও স্লোগান সহকারে গণসংযোগে অংশ নেন।  

এসময় উপস্থিত ছিলেন- লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ওই ইউনিয়ন শাখা আওয়ামী যুবলীগের সভাপতি আবু নছর মেম্বার,‌ স্থানীয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।