ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগ ক্ষমতায় থাকলে দেশে সম্প্রীতি বজায় থাকে: লাবু চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
আ.লীগ ক্ষমতায় থাকলে দেশে সম্প্রীতি বজায় থাকে: লাবু চৌধুরী

ফরিদপুর: ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবার লাবু চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে সম্প্রীতি বজায় থাকে। আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করছে সরকার। এ দেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের নাগরিকের।  মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার।

শনিবার (২১ অক্টোবর) বিকেল সালথা উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাবু চৌধুরী বলেন, গরীব ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেজন্য দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, শহীদুল হাসান খান সোহাগ, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, সহ-সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রল্লাদ কুমার শীলসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।