ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ।  

বুধবার (২৬ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- জেলার হরিপুর উপজেলার আব্দুস সামাদ মিলার জেলা নির্বাহী সদস্য, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, ৬ নম্বর ইউনিয়ন বিএনপি হরিপুর। রাণীশংকৈল যুবদল সাধারণ সম্পাদক আতিক, রাণীশংকৈল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ, যুবদলের সদস্য মিঠু, ওলেমা দল সদস্য জাহেরুল, দুওসুও ইউনিয়ন বিএনপি সভাপতি সফিকুল ইসলাম, সদর উপজেলা শুখানপুকুরী ইউনিয়ন বিএনপির সদস্য হেলাল উদ্দিন, বেগুনবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য আল-আমিন, গড়েয়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি ইদু উল্লাহ, গড়েয়া ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি টিংকু, রুহিয়া থানার ১ নম্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইমরান আলী, ৩ নম্বর খনগাঁও ইউনিয়ন ছাত্রদলের সদস্য আল আমিন।  

ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক বলেন, নাশকতা ও পুলিশি কাজে বাঁধা দেওয়ার মামলায় বিএনপির ১৩ জন ও জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।