ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা। তিনি বলেন, ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি-না এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ। এর আগে ৯টার দিকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

আরও পড়ুন>> গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল আটক

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।