ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কচুয়ায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
কচুয়ায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদপুর: নাশকতার মামলায় চাঁদপুরের কচুয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কচুয়া থেকে প্রকাশিত পাক্ষিক কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মো. হাবীব উল্যাহ হাবীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সকালে কচুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাবীব উল্যাহ হাবীব পৌর এলাকার ধামালুয়া গ্রামের ডা. আনোয়ার হোসেনের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে  বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে হাবীবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক হরতাল ও অবরোধকে কেন্দ্র করে কচুয়ায় এ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।