ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাট জেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
লালমনিরহাট জেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা: সংসদ সদস্য (এমপি) শেরীফা কাদেরকে সভাপতি ও মো. জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (০৮ নভেম্ববর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, শেরীফা কাদের এমপিকে সভাপতি ও মো. জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির ১২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি লালমনিরহাট জেলা জাতীয় পার্টি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

এর আগে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছেন।  

দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে দুই বছর মেয়াদি লালমনিরহাট জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটিকে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

১৬ সেপ্টেম্বর লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।