ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাচোলে আ.লীগের দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
নাচোলে আ.লীগের দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৮ নভেম্বর) রাত ২টার দিকে ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে পালায় দুর্বৃত্তরা।

তবে এতে কেউ হতাহত হননি।


নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে অবরোধ সমর্থনে বিএনপির লোকজনই ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের দাবি করে বলেন, বিএনপি-জামায়াতের লোকজনই ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনের গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।