ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফতুল্লায় শ্রমিক দলের মিছিল থেকে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
ফতুল্লায় শ্রমিক দলের মিছিল থেকে আটক ২ আটক হওয়া ২ জন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় থানা শ্রমিক দলের সভাপতি শাহ আলমের নেতৃত্বে অবরোধের মিছিলে ধাওয়া করে ফারুক ও মোহন নামে দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকালে বিএনপির ডাকা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে এ মিছিল বের করে ফতুল্লা থানা শ্রমিক দল।

মিছিল বের হওয়ার পর অবরোধের সমর্থনে নানা স্লোগান দেওয়ার সময় ফতুল্লা থানা পুলিশের একটি দল ধাওয়া করে দুজনকে আটক করে।

আটকরা হলেন- শ্রমিক দল নেতা ফারুক ও মোহন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ সমর্থনকারী একটি মিছিলকে ধাওয়া করে পুলিশ দুজনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।