ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দূতাবাসে চিঠি দিয়ে বিএনপি মিলিয়ন ডলার খরচ করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
দূতাবাসে চিঠি দিয়ে বিএনপি মিলিয়ন ডলার খরচ করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

সিলেট: ঢাকায় বিদেশি দূতাবাসে চিঠি দিয়ে বিএনপি মিলিয়ন ডলার খরচ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি আরও বলেন, এরকম  চিঠি তো তারা অনেক দিয়েছে।

মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে আসেনি, ভবিষ্যতেও কাজে আসবে না।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেটে ব্যক্তিগত সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছেন, তারা ভোট দিতে চান। বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না।

শাহরিয়ার আলম গত বুধবার রাতে ব্যক্তিগত সফরে রেলপথে সিলেট আসেন।   প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা তার সঙ্গে এসেছেন সিলেটে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।