ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই: খেলাফত মজলিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই: খেলাফত মজলিস

ঢাকা: বর্তমানে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এ দাবি জানানো হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ অধিবেশনে এ দাবি জানিয়ে বলা হয়, খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবিতে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে। এ দাবি এরই মধ্যে গণদাবিতে পরিণত হয়েছে। কিন্তু সরকার গণদাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। সরকারের ইশারায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ অবস্থায় বিগত ২০১৪  ও ২০১৮ সালের মতো আরেকটি একতরফা ও অগ্রহণযোগ্য নির্বাচন দেশের বিরাজমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে।  

আরও বলা হয়, বর্তমানে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ছাড়া এ নির্বাচনে অংশগ্রহণ অর্থহীন। তাই কেন্দ্রীয় মজলিসে শূরা মনে করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের অংশগ্রহণের সুযোগ নেই। একই সঙ্গে খেলাফত মজলিস দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।

বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনের সিগার্ল রেস্টুরেন্টে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও  মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমিরে মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব- অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, অধ্যাপক এ এস এম খুরশীদ আলম, মাওলানা শেখ সালাহউদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ডা. রিফাত হোসেন মালিক ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

অধিবেশনে সারাদেশের জেলা ও মহানগরী শাখা থেকে আগত মজলিসে শূরার সদস্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এমকে/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।