ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা শরীফুল কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা শরীফুল কারাগারে

কিশোরগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ ১ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান ও ২ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কিশোর দত্ত এ আদেশ দেন।

এর আগে এদিন সকালে কিশোরগঞ্জে দুটি ও কুলিয়ারচর থানায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, কিশোরগঞ্জে দুটি ও কুলিয়ারচর থানায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতে তোলা হয়। আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) শরীফুল আলমের জামিন আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।