ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা শহরে সাকিবের প্রচার-প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
মাগুরা শহরে সাকিবের প্রচার-প্রচারণা

মাগুরা: মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান এলাকায় প্রচারণা চালিয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর মাগুরা শহরের বিভিন্ন এলাকায় তিনি প্রচারণা চালান।

সন্ধ্যা ৭টার দিকে সাকিব আল হাসান কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের কেশব মোড় থেকে চৌরঙ্গী মোড় এবং সৈয়দ আতর আলী সড়কে হেঁটে প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি পথচারী থেকে শুরু করে দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে ও কোলাকুলি করে লিফলেট বিতরণ করেন। তিনি ভোটারদের আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।