ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

অসহযোগ আন্দোলন বাস্তবায়নে বিএনপির কর্মসূচি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
অসহযোগ আন্দোলন বাস্তবায়নে বিএনপির কর্মসূচি ঘোষণা ফাইল ফটো

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। আর এ আন্দোলন বাস্তবায়নে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২১,২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা ‘অবরোধ’ ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।