ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কলাবাড়ি ইউনিয়নে কালিগঞ্জ বাজারে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ বাজারে শেখ হাসিনার পক্ষে ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ্ব কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও টুঙ্গিপাড়া-কোটালীপাড়া নির্বাচন পরিচালনার চিফ এজেন্ট শহীদ উল্লা খন্দকার।

কলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চারু গাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার গাজী লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমলেন্দু সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কলাবাড়ি ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী সমন্বায়ক কমিটির আহ্বায়ক হাজী কামাল হোসেন শেখ, কলাবাড়ি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড. বিজন বিশ্বাস, কলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশীল বৈদ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার, মুজিবুর রহমান হাওলাদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কমল সেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইকেল ওঝা, এস এম ইস্রাফিল, যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সহ- সভাপতি মো. কামরুল হাসান শাহ, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, কোটালীপাড়া উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।