ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশাল-৫ আসন

স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে মারধর ও প্রচারে বাধার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে মারধর ও প্রচারে বাধার অভিযোগ

বরিশাল: বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়াসহ দুই কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকেলে নগরীর নিউ সাকুর্লার রোডে দুই কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন প্রার্থী সালাহউদ্দিন রিপন।

এ সময় আহত হয়েছেন আরিফ খান ও নাজমুল হোসেন। তাদের বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার নাজমুল হোসেন অভিযোগ করেন, তিনি ও আরিফসহ নারীকর্মীরা ট্রাক প্রতীকের সমর্থনে নগরীর ফরেস্টার বাড়ি এলাকায় প্রচারণা করেন। বিকেল চারটার দিকে নিউ সার্কুলার রোডে হার্ট ফাউন্ডেশনের কাছে পৌঁছালে ছাত্রলীগ নেতা পরিচয়ধারী লিয়ন তাদের মারধর করেছেন।  

এ সময় সঙ্গে থাকা নারীদের কটূক্তি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। ছাত্রলীগ কর্মীর মারধরের শিকার নাজমুল ও আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের হাসপাতালে দেখতে যান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন।  

সালাহউদ্দিন রিপনসাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর কর্মীরা তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াসহ দুজনকে মারধর করে আহত করেছেন। এছাড়াও নগরীর ১৬ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডে প্রচার মাইকে বন্ধ করে দিয়েছেন। নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। নগরীতে তাদের পোস্টারও ছিড়ে ফেলা হয়েছে।  

এ ঘটনায় পুলিশ কমিশনারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন সালাহউদ্দিন রিপন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা রেজানুর রহমান লিয়ন অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তিনি নৌকার নির্বাচনী সভায় রয়েছেন।

এ বিষয়ে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আমি অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছি।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।