ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনকে শোকজ

বরগুনা: বরগুনা-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী গোলাম সরোয়ার টুকুর পথসভায় উসকানিমূলক বক্তব্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। সেইসঙ্গে অভিযুক্তদের আগামী তিনদিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে বরগুনা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরগুনার যুগ্ম জেলা ও দায়রা জজ আহমদ সাঈদ কারণ দর্শানোর এ নোটিশ দেন।

যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন- বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল ফরাজী ও ১০৯ বরগুনা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু।

বরগুনা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি কারণ দর্শানো নোটিশে বলেছেন, গত ২৩ ডিসেম্বর তালতলী উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়ন লাউপাড়া বাজার সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পথসভাতে ১ নম্বর অভিযুক্ত বলেছেন, ৭ জানুয়ারি ভোটের দিন ভোট কেন্দ্রে ২০-৩০ জন নারীর ব্যাগে বাংলা দাও ও মরিচের গুড়া নিয়ে পাঠিয়ে দিতে হবে। যদি কেউ ভোট কাটতে আসে তবে দাও দিয়ে তার কবজি কেটে ফেলতে হবে। ২ নম্বর অভিযুক্ত বলেন আমরা মুসলমান কি আর বলবেন আপনারা বুঝে শুনে ভোট দেবেন। ৩ নম্বর অভিযুক্ত উপস্থিত থেকেও ১ ও ২ নম্বর অভিযুক্তকে থামাননি। তাদের বক্তব্যে তারা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছেন।

এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বাংলানিউজকে বলেন, এ বিষয়ে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।