ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

এক ঝাঁক তারকা ক্রিকেটার মাগুরায় খেললেন প্রীতি ম্যাচ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এক ঝাঁক তারকা ক্রিকেটার মাগুরায় খেললেন প্রীতি ম্যাচ 

মাগুরা: জাতীয় ক্রিকেট দলের এক ঝাঁক তারকা খেলোয়াড় মাগুরায় একটি প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট  ম্যাচে অংশ নিয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের নোমানী ময়দান মাঠে মাগুরা জেলা  ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের টিমের সঙ্গে এ ম্যাচ খেলেন তারা।

এসময় ক্রিকেটার সাকিব আল হাসান উপস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  

প্রীতি ক্রিকেট খেলায় অংশ নেন জাতীয় দলের নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, সোহাগ গাজী, মুক্তার হোসেন, নাঈম ইসলাম, মিজানুর রহমানসহ নন্দিত ক্রিকেটাররা।

আট ওভারের প্রীতি ম্যাচে জাতীয় দলের ক্রিকেটাররা বিনা উইকেটে ১১১ রান করে বিজয়ী হন।  

জাতীয় ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম ও সালাউদ্দিন  টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।  

মাগুরা জেলার নন্দিত ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী বলেন, বিজয়ের এ মাসে সাকিবের নির্বাচনী প্রচারণায় মাগুরা এসেছেন জাতীয় দলের বেশ কয়েকজন নন্দিত ক্রিকেটার। তারা মাগুরায় আসায় আমরা খুবই খুশি। ভবিষ্যতে আমরা মাগুরা স্টেডিয়ামে বড় পরিসরে তাদের খেলা দেখতে চাই।  

মাগুরায় ক্রিকেট নিয়ে সাকিবের অনেক ভাবনা রয়েছে। নির্বাচনে সাকিব জয়ী হলে মাগুরাবাসী অনেক কিছু পাবে তার কাছ থেকে। আমরা সব খেলোয়াড় সাকিবকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, যোগ করেন তিনি।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে লড়ছেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।