ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে জনসভা মঞ্চে শেখ হাসিনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
নারায়ণগঞ্জে জনসভা মঞ্চে শেখ হাসিনা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জে পা রেখে লাখো নেতা-কর্মীর জনসমুদ্র পেরিয়ে সভামঞ্চে পৌঁছান শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরের আগেই শহরের ইসদাইরে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পূর্ণ হয়ে মিছিলের ঢল ছাড়িয়ে যায় চাষাঢ়া পর্যন্ত। বিকেল ৩টা ১০ মিনিটে সভাস্থলে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি।

তিনি পৌঁছানোর পরও বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে সকাল থেকে নানা সাজে নৌকা প্রতীক ও জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষের মিছিলের ঢল জনসভামুখী হয়। দুপুর ১২টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো সমাবেশস্থল। দুপুর ১টার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা একে একে মঞ্চে আসতে থাকেন।  

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে পুরো নারায়ণগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ। তার বক্তব্য শুনতে নেতা-কর্মীদের ঢলে জনসভা পরিণত হয়েছে জনসমুদ্রে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এমআরপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।