ঢাকা, শনিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ মে ২০২৪, ১৬ জিলকদ ১৪৪৫

রাজনীতি

নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না: রাশেদ খান মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না: রাশেদ খান মেনন

ঢাকা: নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন।

শনিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে কমরেড রাশেদ খান মেনন বলেন, নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না। ২০১৪ সালের চেয়ে বেশি নাশকতা ও জ্বালাও পোড়াও করেও নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি-জামায়াত, এবারও পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের উচিত গ্রাম-গঞ্জে এসে দেখে যাওয়া উচিত নির্বাচন কতখানি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

দেশবাসীকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মেনন বলেন, বিএনপি-জামায়াত ভোট বর্জন বা অসহযোগের কথা বলছে, তাদের নাশকতার চক্রান্ত ধরা পড়ে গেছে।  

অপর আরেক বিবৃতিতে শুক্রবার রাতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনা গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়,  দুর্বৃত্তরা আগুনে মানুষ পুড়িয়ে নির্বাচন বানচালের জঘন্য চেষ্টায় লিপ্ত হয়েছে।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ট্রেনের আগুনে পুড়ে নিহত এবং আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।