ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের সমাবেশ, লোকে লোকারণ্য টিএসসি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
আওয়ামী লীগের সমাবেশ, লোকে লোকারণ্য টিএসসি

ঢাকা: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবার্তন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের সমাবেশ। সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন শহর, জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন উদ্যান মাঠে।

এদিকে সমাবেশে আসা নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্যে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রাজু ভাস্কর্যসহ আশপাশের এলাকা।

বুধবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা, রাজু ভাস্কর্য প্রাঙ্গণ, হাকিম চত্বর, টিএসসি প্রাঙ্গণ, রোকেয়া হলের সামনেসহ কয়েকটি জায়গায় নেতাকর্মীরা ভিড় করেছেন। এর মধ্যে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ, ধানমন্ডি থানা, আশুলিয়া থানা, হাজারীবাগ থানা আওয়ামী লীগসহ কয়েকটি থানা ও ওয়ার্ড নেতাদের জড়ো হয়ে মিছিল করতে দেখা গেছে। এদের অনেকের হাতে বিভিন্ন নেতার ছবি সংবলিত প্ল্যাকার্ড, অনেকের হাতে বাংলাদেশের পতাকা রয়েছে।

নেতাকর্মীদের উপস্থিতিতে টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাবি মেডিকেল সেন্টার, দোয়েল চত্বরসহ কয়েকটি মোড়ে তীব্র যানজট  তৈরি হয়েছে।  

দুপুর আড়াইটা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ চলছে। সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।