ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্টদের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
বিএনপির সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্টদের বৈঠক

ঢাকা: বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন এক্সপার্ট টিম।  

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বিকাল ৫টায় শুরু হয়ে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে এ বৈঠক শেষ হয় বলে তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

তিনি বলেন, বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান। এসময় ভার্চুয়াল বৈঠকে আরও যুক্ত ছিলেন বিএনপির উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

ইইউ’র ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধিদের মধ্যে ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড, ইলেকটোরাল এনালিস্ট প্রতিনিধিদের মধ্যে আলেকজান্ডার ম্যাটাস এবং সুইবেস শার্লট ছিলেন। লিগ্যাল এক্সপার্ট প্রতিনিধিদের মধ্যে রেবেকা কক্স বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
ইএসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।