ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় কালো পতাকা হাতে মিছিল বের করার চেষ্টা করে মহানগর বিএনপি।

 

এ সময় পুলিশ এসে বাধা দিলে তারা দুই মিনিটের সময় চাইলে তাও দেওয়া হয়নি বলে অভিযোগ নেতাদের।  

পরে মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, ব্যানার কেড়ে নেয় এবং লাঠিচার্জ করতে উদ্যত হলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যান।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা এই অবৈধ সংসদ ও সরকারের পদত্যাগ দাবি করছি৷ পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবি জানাচ্ছি। আমরা খালেদা জিয়ার মুক্তির চাই। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় সকল নেতাকর্মীদের মুক্তি চাই।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান করছি।  

অবিলম্বে খালেদা জিয়াসহ আমাদের সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।  

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।