ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উপজেলা নির্বাচনেও জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে : সালাম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মে ৯, ২০২৪
উপজেলা নির্বাচনেও জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে : সালাম

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম বলেছেন, ডামি নির্বাচনে ডামি প্রার্থী দিয়েও সরকার তাদের প্রহসনের নির্বাচনে জনগণকে ফাদে ফেলতে পারেনি। উল্টো জনগণ তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিয়েছে।

জনগণ জানে এ নির্বাচনও ৭ জানুয়ারির মত আমরা আর মামুদের নির্বাচন।  

তিনি বলেন, সরকার নিজেদের অবৈধভাবে ক্ষমতায় ধরে রাখতে নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। ৭ জানুয়ারির মত তামাসার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে কলুষিত করেছে। আর উপজেলা নির্বাচনের নামে তামাশা করে তৃণমূল পর্যায়েও সরকার অবৈধভাবে তাদের ক্ষমতা বিস্তার করার অপচেষ্টা করছে।

বুধবার রাতে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের এক যৌথ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সালাম বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী কতৃর্ক বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম—নির্যাতন শুরু হয়েছে। এগুলো করে কোনো লাভ নেই। জেল-জুলুম শহিদ জিয়ার সৈনিকেরা আর ভয় পায় না।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সরকার সবসময় ভয়ে অস্থির থাকে এই বুঝি তাদের ক্ষমতা চলে গেলো। কারণ, তারা অবৈধভাবে টিকে আছে। এরা কাগুজে বাঘ। এরা মুখে হুমকি-ধমকি দিলেও বাস্তবে খোলস। তাই সবসময় পুলিশ-র্যাব দিয়ে নিরাপদ আশ্রয়ে থেকে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন করছে।  

ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় যৌথসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ হারুন, তানভীর আহমেদ রবিন, হাজী মনির হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, শ্রমিকদলের আহবায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহিলা দলের রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস বেগম, ছাত্রদলের পূর্বের আহবায়ক খালিদ হাসান জ্যাকি,  দক্ষিণের আহবায়ক পাভেল সিকদার প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মে ০৯, ২০২৪

টিএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।