ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা: শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ৩০, ২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা: শামা ওবায়েদ বক্তব্য দিচ্ছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু

ফরিদপুর: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের জনগণ এখন ফুঁসে উঠেছে। চারদিকে চলছে লুটপাট।

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছে।  

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ চত্বরে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরকান্দা উপজেলা বিএনপি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, পল্লি উন্নয়ন ও সমবায় সম্পাদক এস এম ইকরাম হোসেন লাবলু, বিএনপি নেতা তৈয়াবুর রহমান, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল, খায়রুজ্জামান প্রমুখ।  

আলোচনা সভা শেষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ রুহুল আমীন।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।