ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর, খালেদা জিয়ার স্বাস্থ্য ও সাম্প্রতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

রোববার (৩০ জুন) বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হবে বলে জানান বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য, বাজেটসহ রাজনীতির সার্বিক বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।