ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মিথ্যাচার করাই বিএনপির স্বভাব: এমপি এনামুল হক শামীম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
মিথ্যাচার করাই বিএনপির স্বভাব: এমপি এনামুল হক শামীম 

শরীয়তপুর: মিথ্যাচার করাই বিএনপির স্বভাব বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

তিনি আরও বলেন, বিএনপি মিথ্যা দিয়ে সরকারের উন্নয়নকে ঢেকে রাখতে চায়।

কিন্তু সত্যকে কোনোদিনই মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। তেমনি সরকারের উন্নয়নকে ষড়যন্ত্রকারীরা কোনোদিন ঢেকে রাখতে পারবে না। পদ্মা সেতু নিয়েও বিএনপি মিথ্যাচার করেছিল।
কিন্তু কোনো লাভ হয়নি। তাদের মুখে চুনকালি মাখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন।  

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে শরীয়তপুরের নড়িয়ায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফাউন্ডেশনের আওতায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাবেক এ সাংগঠনিক সম্পাদক বলেন, মিথ্যাচার করাই বিএনপির স্বভাব। মিথ্যার মধ্য দিয়েই এ দলটির জন্ম হয়েছে। এজন্যই আজ তাদের রাজনীতির করুণ অবস্থা। বারবার জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।  

সাবেক এ উপমন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রচুর গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে গাছ লাগানোর বিকল্প নাই। এতে বৃষ্টি হবে ও উষ্ণতা কমবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো গাছ কাটা যাবে না। আসুন আমরা একজন তিনটি করে গাছ লাগাই। একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ লাগান।

তিনি বলেন, প্রতি বছর পহেলা আষাঢ় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ লাগিয়ে সবাইকে গাছ লাগানোর জন্য উদ্ধুদ্ধ করেন। শেখ হাসিনার সরকার যেমনিভাবে দেশকে সবুজ করতে কাজ করছে, তেমনিভাবে তার নির্দেশেই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন।

এর় আগে সখিপুরের দক্ষিণ তারাবুনিয়ায় এমএ রহিম নান্নু মাল সড়কের উদ্বোধন করেন তিনি। এরপর নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এমপি এনামুল হক শামীম। পরে নড়িয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসব অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন- নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।