ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

দেশ গড়ার স্বপ্ন তরুণদের নিয়ে বাস্তবায়ন করতে হবে: সেলিমা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
দেশ গড়ার স্বপ্ন তরুণদের নিয়ে বাস্তবায়ন করতে হবে: সেলিমা রহমান

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, তারেক রহমান বীরের বেশে ফিরবেন দেশে এই স্লোগান আপনারাই বাস্তবায়ন করবেন। বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি তা আপনারা তরুণদের নিয়ে বাস্তবায়ন করবেন।



বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬টি বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের প্রতি আমি বহু কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সব কয়টি অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই।  

তিনি বলেন, আজকের দিনের তরুণ সমাজ আগামীর ভবিষ্যৎ। যেসব তরুণরা স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করেছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন হয়েছে।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।