ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবদল কর্মীদের গুলি করার অভিযোগে সাবেক এমপি গালিবসহ ৭১ জনের নামে মামলা

উপজেলা করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
যুবদল কর্মীদের গুলি করার অভিযোগে সাবেক এমপি গালিবসহ ৭১ জনের নামে মামলা

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় যুবদলের কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা করার অভিযোগে পাবনা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) গালিবুর রহমান শরীফ গালিবসহ ৭১ জনের নাম উল্লেখ করে আরও ৭০/৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলায় প্রধান আসামি এমপি গালিব জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

তিনি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ঈশ্বরদী শহরের যুবদল কর্মী নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

আসামিদের মধ্যে আরও রয়েছেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা, ভাইস চেয়ারম্যান আব্দুর সালাম খান, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান শরীফ, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব এবং পৌর ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশব।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকার পতনের একদফা দাবিতে গত ৪ আগস্ট অসহযোগ আন্দোলন প্রতিরোধে ঈশ্বরদী শহরের রেলগেটের আলহাজ্ব খায়রুজ্জামান বাস টার্মিনালে অবস্থান কর্মসূচির ডাক দিয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে আন্দোলনকারীরা ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। এসময় ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে ঈশ্বরদী শহরের কাঁচারীপাড়া মোড়ের কাশফলতলা ঈদগাহের কাছে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ কয়েকজন যুবদল নেতাকর্মীকে দেখে মিছিল থেকে যুবলীগের কয়েকজন নেতাকর্মী কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে মহল্লার ভেতরে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। এসময় যুবদলের কর্মী রাশেদুল ইসলাম রিপন (৪৫), নজরুল ইসলাম (৪৩) গুলিবিদ্ধ হন।  

তারই জের ধরে সোমবার (৫ আগস্ট) সকালে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ৪ আগস্ট যুবলীগ নেতাকর্মীদের গুলিতে যুবদলের দুজন আহত হওয়ার জেরে ৫ আগস্ট ঈশ্বরদী স্টেশন রোডে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল এবং পোস্ট অফিস মোড়ে উপজেলা যুবলীগের কার্যালয় ভাঙচুর করেন যুবদলের নেতাকর্মীরা।  
 
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, যুবলীগের নেতাকর্মীর গুলিতে আহত যুবদল কর্মী নজরুল ইসলাম চিকিৎসা শেষে ফিরে পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ গালিবকে প্রধান আসামি করে মামলাটি করেছেন। মামলা নথিভুক্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।